ইউএস ওপেনে জোকোভিচের উড়ন্ত সূচনা

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২০
০৬:৫২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন



ইউএস ওপেনে জোকোভিচের উড়ন্ত সূচনা

করোনাকালে শুরু হওয়া ইউএস ওপেনে উড়ন্ত সূচনা করেছেন নোভাক জোকোভিচ। এই সার্বিয়ান টেনিস তারকার কাছে পাত্তাই পাননি দামির জুমহুর। মঙ্গলবার সকালে ২০২০ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেসেখেলে জিতেছেন আসরের শীর্ষ বাছাই জোকোভিচ। সরাসরি সেটে (৩-০) বসনিয়া-হার্জেগোভিনার জুমহুরকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি।

এবারের ইউএস ওপেনে অংশ নিচ্ছেন না দুই কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। হাঁটুর চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ফেদেরারের চলতি বছর আর কোর্টে নামা হবে না। আসরের বর্তমান চ্যাম্পিয়ন নাদাল স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ জানিয়ে সরে দাঁড়িয়েছেন।

ফেদেরার-নাদালের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই হট ফেভারিট মানা হচ্ছে জোকোভিচকে। শিরোপার লড়াইয়ে তাকে যারা চ্যালেঞ্জ জানাতে পারেন, সেই তালিকায় আছে আলেক্সান্দার জেভরেভ ও স্তেফানোস সিতসিপাসের নাম। এই দুজনও পার করেছেন প্রথম পর্বের বাধা।

এএন/০৩