মেসির সঙ্গে ৯৮ শতাংশ ভক্ত হারাবে বার্সা : ইব্রাহিমোভিচ

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২০
১১:৩১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
১১:৩১ অপরাহ্ন



মেসির সঙ্গে ৯৮ শতাংশ ভক্ত হারাবে বার্সা : ইব্রাহিমোভিচ

বার্সেলোনার সাবেক খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ বলেছেন মেসি দল ছাড়লে  ৯৮ শতাংশ ভক্ত হারাবে বার্সা। বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে এ মন্তব্য করেছেন তিনি। শতাংশের দিক থেকে বিবেচনা করলে ইব্রার মন্তব্য খ্যাপাটেই মনে হবে। তবে তার কথা ফেলে দেওয়ার মতো নয়। হয়তো ৯৮ শতাংশ ভক্ত মেসিহীন বার্সাকে সমর্থন করা থেকে সরে আসবে না। তবে বার্সার বড় অংশ ভক্তই মেসি যে ক্লাবে যাবেন সেই ক্লাবকেই সমর্থন দেবেন।

এসি মিলানের সঙ্গে নতুন চুক্তি করা ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার ৩৮ বছর বয়সী এই সুইডিস স্ট্রাইকার টুইট করেছেন, ‘শেষ পর্যন্ত যদি মেসি বার্সেলোনা ছাড়েন, তার মানে মেসি শুধু একা বার্সা ছাড়বেন না। সঙ্গে ৯৮ শতাংশ ভক্তও বার্সাকে সমর্থন করা ছেড়ে দেবেন। কারণ তারা বার্সাকে অনুসরণ করেন না, অনুসরণ করেন মেসিকে।’

বার্সেলোনায় দুই মৌসুম খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তখনকার বার্সা কোচ ছিলেন পেপ গার্দিওয়ালা। কোচের সঙ্গে ইব্রার সম্পর্ক ছিল তিক্ত। এমনকি বার্সার তখনকার দুই তারকা লিওনেল মেসি এবং থিয়েরি অঁরির সঙ্গে তার সম্পর্ক মধুর ছিল না বলেই প্রচলিত। তবে টুইটে মেসি এবং অঁরির সঙ্গে ইব্রা যে ছবি দিয়েছেন, তাতে তাদের ঘনিষ্ঠ বন্ধুই মনে হচ্ছে। 

এএন/০৪