দক্ষিণ সুনামগঞ্জে বিএনপি'র মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে বিএনপি'র মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশব্যাপী বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আছরের নামাজের পর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শান্তিগঞ্জস্থ আব্দুল মজিদ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, যুগ্ম-সম্পাদক আবুল কালাম, জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খয়ের, সদস্য জিতু মিয়াসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

এসটি/আরআর-০৫