‌'হত্যা মামলা’ না নেওয়ার অভিযোগে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২০
০৯:৫৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০৯:৫৪ পূর্বাহ্ন



‌'হত্যা মামলা’ না নেওয়ার অভিযোগে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ একটি হত্যা মামলা না নেওয়ার অভিযোগে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়।

পরে সদর থানার ওসি আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে মামলা রেকর্ড করার কথা বললে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।

গত সোমবার সদর উপজেলার বিশ্বরোড মোড়ে স্থানীয় খাঁটিহাতা গ্রামের ফল বিক্রেতা জাকিরের ছরিকাঘাতে পাশ্ববর্তী নন্দনপুর গ্রামের সোবহান মিয়ার ছেলে তারেক মিয়া (১৫) নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তারেকের পরিবারের লোকজন।

এতে বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলাকাবাসী মহাসড়কে মানববন্ধনের জন্য জড়ো হন। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

বিএ-০৩