সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০২, ২০২০
০৭:৪১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০৭:৪১ অপরাহ্ন
রিজেন্ট হাসপাতাল লিমিটেড ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সিআইডির পরিদর্শক মনিরুজ্জামানের আবেদনের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ নির্দেশ দেন।
তাদের অ্যাকাউন্টগুলোতে মোট ১১ কোটি টাকা রয়েছে। এর মাঝে ৪৩টি অ্যাকাউন্ট সাহেদের। বাকি ১৫টি পারভেজের নামে।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল অ্যাকাউন্ট জব্দের নির্দেশনার কথা জানান।
বিএ-১২