প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু : প্রধানমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২০
০৮:০৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০৮:০৪ অপরাহ্ন



প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রণব মুখার্জি  ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ৭৫ পরবর্তী সময় এবং তার পরে বিভিন্ন সময়ে তিনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন।

আজ বুধবার  দুপুরে (২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোনো হলগুলোকে সংস্কার করা হবে। একই সাথে সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে নতুনভাবে গড়ে তোলা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০০ রোগীর ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। পাবলিক লাইব্রেরিকে ডিজটাল করে উন্নত করা হবে, যুক্ত হবে ডিজিটাল ব্যবস্থা। আগামী নতুন প্রজন্মের জন্য এগুলো সব করে যেতে চাই। 

এসময় তিনি বিষয়ভিত্তিক নিজ নিজ দায়িত্ব পালন করতে দলের সম্পাদকদের নির্দেশ দেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি কতোটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে নজর রাখার কথা বলেন। তার আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমন্ডলীর সভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিএ-১৩