দিরাই প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২০
১১:২৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
১১:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই থানার এসআই রূপক কর্মকার ও পুলিশ সদস্যরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ ও এসিল্যান্ড কার্যালয়ের সহকারী লিয়াকত হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা জানান, মাস্ক না পরায় দুই পথচারীকে ১ হাজার টাকা ও ইজিবাইকে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝুঁকিপূর্ণ ও অননুমোদিতভাবে যান চালনার দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৪টি যানবাহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রান্নার গ্যাস সিলিন্ডারে চালিত দু'টি ইজিবাইক আটক করা হয়েছে।
এএইচ/আরআর-০২