সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০২, ২০২০
১১:৫৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
১১:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর সদরের বেতইর বিল নামক হাওরে এ পোনা মাছ অবমুক্তকরণ কাজের উদ্বোধন করেন দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেট জোনের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, ওসি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমেদ, আসাদ উল্লা, অভিরাম তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান তালুকদার, শান্তিগঞ্জ হ্যাচারির ম্যানেজার অশোক কুমার দাস প্রমুখ।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
এএইচ/আরআর-০৪