জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৩, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ। সেই সঙ্গে মামলায় ৭ লাখ ২৪ হাজার ৫৭৮ টাকা ক্ষতিপূরণ বিল ধার্য করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলে।
তিনটি মামলার আসামিরা হলেন- ইশাকপুর গ্রামের শামসুল ইসলাম (৫ লাখ ৩৯ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা), রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মইনুল ইসলাম তালুকদার (৬১ হাজার ৫৭৮ টাকার ক্ষতিপূরণ মামলা) ও বাসস্ট্যান্ড এলাকার আবুল মিয়া (১ লাখ ২৪ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা)।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. আজিজুল ইসলামের নেতৃত্বে উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল ও মো. পরাগ হায়দার দু'টি দলে বিভক্ত হয়ে উপজেলার কুবাজপুর, সিলেট বাসস্ট্যান্ড, সৈয়দপুর, হবিবপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা/ টমটম/মিশুক) চার্জিং এর গ্যারেজসমূহে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলী মো. আজিজুল ইসলাম বলেন, 'অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বিদ্যুৎ সংযোগধারীরা শুধু সরকারের রাজস্ব আদায় বিঘ্নিত করছে না, বরং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।'
এএ/আরআর-০৮