ডি মারিয়ার পর করোনায় আক্রান্ত নেইমার

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৩, ২০২০
০৬:০০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০৬:০০ পূর্বাহ্ন



ডি মারিয়ার পর করোনায় আক্রান্ত নেইমার

ফাইনালে জার্মান ক্লাব বায়ার্নের কাছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হারিয়ে পিএসজি তারকারা ছুটি কাটাতে উড়ে গিয়েছিল স্পেনের ইবিজার সমুদ্রসৈকতে। সেখানে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার, অ্যাঞ্জেলো ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। 

এর আগে, গত সোমবার পিএসজি এক বিবৃতিতে জানায়, তাদের দু’জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার আরও একজনের কথা স্বীকার করা হয়েছে। তবে নাম প্রকাশ করা হয়নি।

আনুষ্ঠানিক বিবৃতিতে শুধু লিখেছে, ‘পিএসজির তিন খেলোয়াড় কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। তারা সবাই যথাযথ স্বাস্থ্য সুরক্ষার নীতি মেনে চলবেন। আগামী কয়েক দিনে সব খেলোয়াড় ও কর্মকর্তারই টেস্ট করা হবে।’ ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপ আজ বুধবার জানিয়েছে, পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে নেইমার করোনায় আক্রান্ত হলেন।

ফ্রেঞ্চ লিগের নতুন মৌসুম শুরু হয়ে গেছে গত ২১ আগস্টেই। কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা পিএসজি ০-১ গোলে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়ার পর ফ্রেঞ্চ লিগের কাছে নিজেদের লিগ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। তাদের অনুরোধ রেখে নতুন মৌসুমে লিগের দ্বিতীয় ম্যাচের তারিখ ২৯ তারিখ থেকে পিছিয়ে ১০ সেপ্টেম্বর নিয়ে যাওয়া হয়েছে।

এএন/০১