খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৩, ২০২০
০৬:৩৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০৬:৩৪ অপরাহ্ন
বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ও মেসির বাবা হোর্হে মেসির আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস, স্পোর্ত ও মুন্দো দিপার্তিভো।
যদিও সভা শেষে কোনো পক্ষই নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে কোনো কথা বলতে রাজী হননি। তাতে মেসির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে আরও।
বার্সেলোনার ক্লাব অফিসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় এ সভা। প্রায় দেড় ঘন্টাব্যাপী আলোচনায় মেসির প্রতিনিধি ছিলেন তার বাবা ও মুখপাত্র হোর্হে মেসি, ভাই রদ্রিগো মেসি এবং আইনজীবী হোর্হে পেকর্ত। আর বার্সেলোনা ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ও বোর্ড সদস্য হ্যাভিয়ের বোর্দাস।
দুই পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরেন। তবে তাতে সবাই নিজেদের সিদ্ধান্তে অনঢ় ছিলেন। ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার ব্যাপারে কথা বলেন মেসির বাবা। তবে তাকে ক্লাবে রেখে দেওয়ার কথা জানিয়েছেন বার্তোমেউ। এমনকি নতুন করে আরও ২ বছরের জন্য চুক্তি করতে বলেন। এর বাইরে কেবল ৭০০ মিলিয়ন ইউরো প্রদান করে তবে মেসি ক্লাব ছাড়তে পারবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
গত মঙ্গলবার বুরোফ্যাক্স বার্তায় বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা ক্লাবকে জানিয়ে দেন মেসি। তখন থেকেই নানা গুঞ্জন। সংবাদ আসে ১০ জুনের মধ্যে ক্লাব ছাড়ার কথা জানালে বিনা রিলিজ ক্লজে ছাড়তে পারবেন মেসি। আর চলতি মৌসুম দেরিতে শেষ হওয়ায় মেসির দাবী, সে সময়টা এখন ৩১ আগস্ট।
পরে জানা যায়, চুক্তির শর্ত অনুযায়ী, শেষ মৌসুমে রিলিজ ক্লজ কার্যকর হবে না মেসির। অর্থাৎ চাইলে এ মৌসুমে বিনা রিলিজ ক্লজে যেতে পারবেন বার্সা অধিনায়ক।
এএন/০৩