খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৩, ২০২০
০৯:১৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০৯:১৪ অপরাহ্ন
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নারী-পুরুষের বেতন বৈষম্যের অবসান ঘটিয়েছে। গতকাল ব্রাজিলিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ঘোষণা দিয়েছে পুরুষ ও নারী জাতীয় দলের খেলোয়াড়দের সমান বেতন পাবেন দেওয়ার।
সিবিএফের সভাপতি রজারিও কাবোকলো ঘোষণা দিয়েছেন আর্থিক বৈষম্য দূর করার, ‘সিবিএফ পুরুষ ও নারী দলের অর্থ পুরস্কার ও বেতনভাতা সমান করেছে। যার অর্থ নারী খেলোয়াড়েরা পুরুষ খেলোয়াড়দের সমান টাকা-পয়সা পাবেন।’
এর মানে মার্তা, ফরমিগা ও লেতিসিয়া সান্তোসরা নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও ফিলিপে কুতিনহোদের মতো তারকাদের সমান অর্থ আয় করবেন জাতীয় দলে খেলে।
ফুটবলে নারী-পুরুষের আর্থিক বৈষম্য ঘোচানো চতুর্থ দেশ ব্রাজিল। এর আগে অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ডও আন্তর্জাতিক পর্যায়ে নারী ও পুরুষ ফুটবলারদের সমান পুরস্কার ও বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে।
মেয়েদের বিশ্ব ফুটবলে ব্রাজিলিয়ান মেয়েদের সাফল্য বলতে একবার বিশ্বকাপের ফাইনালে ওঠা। কিন্তু মেয়েদের বিশ্বকাপে সবচেয়ে সফল দল চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা মামলা করেও সমান বেতনের দাবি প্রতিষ্ঠিত করতে পারেননি।
এএন/০৬