দিরাই প্রতিনিধি
সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের দাবিতে ও চট্টগ্রামে সাংসদ মুস্তাফিজুর রহমান কর্তৃক মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভাস্থ থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমানন্ডার আতাউর রহমানের সভাপতিত্বে এবং সুবীর দাস ও মোবাশ্বির মিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপদেষ্টা কানাই লাল রায়, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জয়কুমার বৈষ্ণব, সিরাজুল ইসলাম, আবু সালেহ মির্জা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মুরাদ মিয়া, সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহীদ সরদার, সাধারণ সম্পাদক সুদ্বীপ মনসুর প্রমুখ।
এএইচ/আরআর-০৩