রাতে জার্মানীর মুখোমুখি হচ্ছে স্পেন

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন



রাতে জার্মানীর মুখোমুখি হচ্ছে স্পেন

উয়েফা নেশনস লিগে আজ (বৃহস্পতিবার) রাত পৌনে ১টায় মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী ও স্পেন। এর আগে রাত ১০টায় লাটভিয়া ও অ্যান্ডোরার ম্যাচ দিয়ে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সর্বশেষ গত ১৫ মার্চ মুখোমুখি হয়েছিল টোগো এবং বুরকিনা ফাসো। রাত পৌনে ১টায় লিগের ৯টি ম্যাচ শুরু হবে। এসব ম্যাচে খেলবে, সুইজারল্যান্ড-ইউক্রেন, ফ্যারো আইল্যান্ড-মাল্টা, বুলগেরিয়া-আয়ারল্যান্ড, রাশিয়া-সার্বিয়া, গ্রীস-স্লোভেনিয়া, তরস্ক-হাঙ্গেরী, ফিনল্যান্ড-ওয়েলস, কসবো ও মালডোভা।

করোনায় মার্চ থেকে বন্ধ থাকা ফুটবল আগেই মাঠে ফিরে ক্লাব পর্যায়ে। ইউরোপের শীর্ষ ৫টি লিগের চারটির শিরোপা ফয়সালা হয়েছে মাঠের লড়াইয়ে। এর মধ্যে স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেস লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি এ' লিগের সবগুলো ম্যাচই হয়। শুধুমাত্র ফ্রান্সের লিগ ওয়ান লিগ বাতিল করে। এসব লিগের দলগুলো এখন নতুন মৌসুম নিয়ে ব্যস্ত। বাকি ছিল আন্তর্জাতিক ফুটবল। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মাধ্যমে আজ সেটাও শুরু হচ্ছে।

ইউরো বাতিল হলেও ন্যাশন্স লিগের নয়া আসরে ইউরোপের সব দল অংশ নিচ্ছে। র‌্যাঙ্কিংয় অনুযায়ী সেরা ষোল দল খেলে লিগে। এর মধ্যে এ, বি, সি এবং ডি প্রতিটি গ্রুপে চারটি করে দল। প্রথম দিন এ এবং ডি গ্রুপের চার দল নামছে মাঠে। গতবারই শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল। ফাইনালে তারা হারিয়েছিলো নেদারল্যান্ডসকে।

এএন/০৯