দিরাইয়ে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের ভবন উদ্বোধন

দিরাই প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন



দিরাইয়ে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের ভবন উদ্বোধন

সুনামগঞ্জের দিরাইয়ে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভবনের নামফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, প্রশান্ত সাগর দাস, আবু হানিফ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, ছাত্রলীগ নেতা কোহিনুর মিয়া প্রমুখ।

উদ্বোধন শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম ইদ্রিস আলী।

 

এএইচ/আরআর-০৪