রাশিয়া, ইউক্রেনের জয়, জার্মান-স্পেন ড্র

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২০
০৫:৪৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০৫:৪৬ অপরাহ্ন



রাশিয়া, ইউক্রেনের জয়, জার্মান-স্পেন ড্র

করোনা বিরতির পর এবার মাঠে গড়াল আন্তর্জাতিক ফুটবল। উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ দিয়ে সাড়ে ৫ মাস পর মাঠে ফেরার দিন ১-১ গোলে রোমাঞ্চকর ড্র করেছে জার্মানি-  স্পেন। 

জার্মানির স্টুটগার্টে প্রথমে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। স্ট্রাইকার টিমো ভেরনারের গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়া প্রথমার্ধে বেশ কিছু দুর্দান্ত সেভ করে স্পেনকে ম্যাচে রেখেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পারেননি। ভেরনারের গোলটা এসেছে ৫১ মিনিটে। ম্যাচে স্পেনের হতাশা বাড়িয়ে বেশ কয়বার সহজ সুযোগ নষ্ট করেছেন সদ্যই ভ্যালেন্সিয়া থেকে লিডস ইউনাইটেডে যোগ দেওয়া স্ট্রাইকার রদ্রিগো মোরেনো।

ম্যাচের নির্ধারিত সময় পার হওয়ার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভ্যালেন্সিয়ার লেফটব্যাক হোসে লুইস গায়া গোল করে নেশনস লিগের প্রথম ম্যাচে দলের হার এড়ান।

গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে স্পেন, আগামী ৭ সেপ্টেম্বর। একই দিনে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে জার্মানি। 

গত রাতে গ্রুপের অন্য ম্যাচে আন্দ্রে শেভচেঙ্কোর ইউক্রেন ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। দলের হয়ে গোল করেছেন ওয়েস্ট হ্যামের উইঙ্গার আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো ও ম্যানচেস্টার সিটির ওলেকসান্দার জিনচেঙ্কো। সুইজারল্যান্ডের হয়ে গোল করেছেন বেনফিকার স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। এ ছাড়া গ্রুপ ৩ এর ম্যাচে স্ট্রাইকার আর্তেম জিউবার জোড়া গোলে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রাশিয়া। তরুণ প্রতিভাবান উইঙ্গার ডমিনিক জবোস্লাইয়ের গোলে তুরস্ককে তাদের মাটিতে ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বুলগেরিয়া। ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। লাটভিয়া-অ্যান্ডোরা, স্লোভেনিয়া-গ্রীস গোলশূন্য ড্র করেছে।

এএন/০১