বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৩ অক্টোবর

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৪, ২০২০
০৬:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০৬:৩৬ অপরাহ্ন



বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৩ অক্টোবর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তফসিল ঘোষণার পর বাফুফে ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন দুই নির্বাচন কমিশনার মো. মাহফুজুর রহমান সিদ্দিকী, মো. মোতাহার হোসেন সাজু ও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। 

পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোয়ননপত্র বিতরণ করা হবে। বাফুফের হিসাব শাখা থেকে এই মনোনয়নপত্র কিনতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা করে। এই অর্থ অফেরৎযোগ্য। মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্রের উপর আপত্তি দাখিল ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে। মনোনয়নপত্র প্রত্যাহার ৮ থেকে ১২ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান ১৩ সেপ্টেম্বর।

তফসিল ঘোষণার পর বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন জানান, ভোটকেন্দ্রে প্রবেশের সময় সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। কারো শরীরে প্রাণঘাতি করোনাভাইরাসের উপসর্গ লক্ষ্য করা গেলে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন,‘কাউন্সিলর এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের মধ্যে যাদের করোনাভাইরাস উপসর্গ থাকবে, তাদেরকে নির্বাচন ভেন্যুতে প্রবেশ করতে দেয়া হবেনা। স্বাভাবিকভাবেই তারা ভোটও দিতে পারবেন না।’

এএন/০৪