খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৪, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০৭:০৪ অপরাহ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তফসিল ঘোষণার আগের রাতেই বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেল চূড়ান্ত করা হয়েছে। ২১ জনের এই প্যানেলে সিলেটের মাহিউদ্দিন আহমদ সেলিমসহ বর্তমান কমিটির ১৫ জন রয়েছেন। নতুন মুখ ৬ জন।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নাটকীয় কিছু না ঘটলে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী থাকছেন না। ফলে কাজী সালাউদ্দিন চতুর্থবারের মতো বাফুফে সভাপতি এবং আবদুস সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হচ্ছেন। এবারও সালাউদ্দিনের প্যানেলে থাকছেন বর্তমান কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন। বাকি ছয় জনের মধ্যে দুইজন সহ-সভাপতি ও চার সদস্য। চার সহ-সভাপতি পদে এবার কেবল কাজী নাবিল আহমেদ আছেন সালাউদ্দিনের প্যানেলে। বাকি তিনজনই নতুন। এদের মধ্যে বর্তমান নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে সহ-সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। এবারও তিনি একই পদে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। বর্তমান নির্বাহী কমিটির ১৬ সদস্যের মধ্যে বাবুর প্রমোশন হলেও নির্বাচন করবেন না আবদুর রহিম। ফজলুর রহমান বাবুলকে এবার প্যানেলে রাখেননি সালাউদ্দিন।
সদস্যপদে চার নতুন মুখের মধ্যে সালাউদ্দিন প্যানেলে আছেন- যশোরের আসাদুজ্জামান মিঠু, সিরাজগঞ্জের কামরুল হাসান হিলটন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সৈয়দ রিয়াজুল করিম ও রহমতগঞ্জের ইমতিয়াজ হামিদ সবুজ। বাকিরা বর্তমান কমিটির।
সালাউদ্দিনের প্যানেল : সভাপতি- কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি- আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি- কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান ও আতাউর রহমান মানিক
সদস্য- হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম ও ইমতিয়াজ হামিদ সবুজ।
এএন/০৫