সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৪, ২০২০
০৭:০০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০৭:০০ অপরাহ্ন
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১১ পর্যন্ত অস্ত্রোপচার করার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে। তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।’
ডা. বদরুল আরও বলেন, ‘আইসিইউর চিকিৎসকরা আমাকে জানিয়েছেন যে তার (ওয়াহিদা) অবস্থা এখন স্থিতিশীল এবং তারা আজ কিছু পরীক্ষা করবেন।’
বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র বাসার নাইটগার্ডকে বেঁধে রেখে পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ এবং ইউএনও ওয়াহিদা ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আরশাদুল ও তার সহযোগী জাহাঙ্গীরকে শুক্রবার ভোর ৫টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজে এই দুইজনকেই দেখা গেছে।
বিএ-১১