ঢাকা থেকে অপহৃত, হবিগঞ্জে উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৪, ২০২০
০৬:০০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০৬:০০ অপরাহ্ন



ঢাকা থেকে অপহৃত, হবিগঞ্জে উদ্ধার

তিনদিন আগে ঢাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে হবিগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।

তিনি সাংবাদিকদের জানান, বুধবার রাতে  অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকার আবাসিক হোটেল পলাশ থেকে আলতাফ হোসেন নামের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

আলতাফ ঢাকা মহাখালীর এলাকার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ক্লিনার। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আলতাফের মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে ১ লাখ টাকা রয়েছে জানতে পেরে তাকে অপহরণের পরিকল্পনা করে পূর্ব পরিচিত শরবত বিক্রেতা মনিরুল ইসলাম। গত ৩১ অগাস্ট আলতাফকে অপহরণ করে হবিগঞ্জ নিয়ে আসে মনিরুলসহ দুই অপহরণকারী। পরে তারা আলতাফের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ  দাবি করে। তার পরিবার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করে এবং বিষয়টি র‌্যাবকে অবগত করলে র‌্যাব জানতে পারে তারা হবিগঞ্জ রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

বিএ-১৪