সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৪, ২০২০
১০:১২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১০:১২ অপরাহ্ন
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে যা গত প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। ২৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৪১২ জনে দাঁড়াল।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন হল।
শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
এর আগে ৭ অগাস্ট এ ভাইরাসে ২৭ জনের মৃত্যু হয়েছিল। এরপর প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ছিল ৩০ এর বেশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও ২ হাজার ২১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ১৬ হাজার ১৯১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৩টি ল্যাবে ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫ হাজার ১১টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
বিএ-১৫