জগন্নাথপুরে ৪টি ফার্মেসিকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২০
১০:৫৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১০:৫৪ অপরাহ্ন



জগন্নাথপুরে ৪টি ফার্মেসিকে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে চারটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্ট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় চার ফার্মেসি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর লতিফুল বারী, মেডিকেল অফিসার নাজমুস সাদাত ও জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ও ৫৩ ধারা অনুযায়ী তাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

এএ/আরআর-০১