জামালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৪, ২০২০
১১:৫৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
১১:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির একাংশের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সমিতির গঠনতন্ত্রের ১৬, ১৭ ও ১৮ নম্বর ধারাবহির্ভুত কমিটি গঠন করায় অপর অংশের ৬২ জন স্বাক্ষরিত এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে 'অবৈধভাবে' গঠিত নবনির্বাচিত কমিটির কার্যক্রম বাতিলের দাবিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত। সরকার নিবন্ধিত এই সমিতির কতিপয় সদস্য কর্তৃক ১৬ নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের ৩০ দিন পূর্বে নির্বাচন তফসিল ঘোষণাসহ ১৮ নম্বর ধারায় ১৫ দিনের নোটিশে সাধারণ সভা আহ্বান করার কথা থাকলেও নিয়মবহির্ভুতভাবে গত ২৯ আগস্ট সভা আহ্বান করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। যাতে সমিতির বৃহৎ একটা অংশ অনুপস্থিত ছিল বিধায় সদ্যঘোষিত কমিটির সার্বিক কার্যক্রম অবৈধ বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাই যাবতীয় কার্যক্রম বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অভিযোগে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, ‘হ্যাঁ, অভিযোগটি পেয়েছি। বাজার ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্ত না নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এটি বিচার বিশ্লেষণ করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিআর/আরআর-০৩