সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২০
০৬:৩৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৬:৩৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় পশ্চিমতল্লা বাইতুল ফালা জামে মসজিদের এসি বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে এ পর্যন্ত ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, প্রায় ৩৭ জনকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও অনেকেই দগ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর যাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের চিকিৎসা চলছে। তাদের প্রায় সকলের অধিক বার্ন রয়েছে।
বিএ-০১