সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২০
০৮:৪৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শুক্রবার সকালে তার অনেক জ্বর ছিল। তবে এখন জ্বর কম। এখন তিনি ভালো আছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি করোনা পজিটিভ কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, হ্যাঁ, তিনি করোনা পজিটিভ।
এদিকে, হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তিনি এখন ভালো আছেন। হাসপাতালে ভর্তি আছেন।
বিএ-০৬