ওয়াহিদার ওপর হামলা : দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২০
০৬:২০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৬:২০ অপরাহ্ন



ওয়াহিদার ওপর হামলা : দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হামলার ঘটনায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতে পাঠিয়ে দুইজনকে পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়ারা জানান, ২ সেপ্টেম্বর রাতে তারা ওই বাসায় চুরির উদ্দেশে প্রবেশ করেন। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইউএনও ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবাকে জখম করা হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাবের হেফাজত থেকে আসামিদের ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১টা ৪০ মিনিটে র‌্যাব-১৩ এর ডিএডি বাবুল খানের নেতৃত্বে মামলার দ্বিতীয় আসামি উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু চন্দ্র দাস (২৮) কে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব-১৩। পরে শনিবার সকাল ১০টায় আসামি দুজনকে রিমান্ড চেয়ে দিনাজপুরে আদালতে পাঠানো হয়েছে।

অপর দিকে মামলার প্রধান আসামি উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) কে অসুস্থ থাকায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানায় ঘোড়াঘাট থানা পুলিশ।

বিএ-০৯