ইচ্ছার বিরুদ্ধে বার্সায় থাকছেন মেসি

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২০
০৯:০৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৯:০৪ অপরাহ্ন



ইচ্ছার বিরুদ্ধে বার্সায় থাকছেন মেসি

অবশেষে নিজের ইচ্ছার বিরুদ্ধেই বার্সায় থাকছেন লিওনেল মেসি। তার দাবি ছিল বার্সেলোনার সঙ্গে চুক্তির বেড়াজাল থেকে মুক্ত হয়ে গেছেন তিনি। আর বার্সার দাবি, অন্য ক্লাবে গেলে ৭০০ মিলিয়ন ইউরো দিয়েই যেতে হবে। এর ফায়সালা হতে পারত আদালতেই। কিন্তু যে ক্লাব এত কিছু দিয়েছে, শূন্য থেকে বানিয়েছে তারকা—তাঁদের কিভাবে আদালতে নেবেন মেসি? অনিচ্ছা নিয়েই তাই চুক্তির বাকি বছরটা বার্সেলোনায় খেলার কথা জানালেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

আর্জেন্টাইন মিডিয়াগুলো আগে থেকেই জানাচ্ছিল গতকাল ৫টার মধ্যে জানাবেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। গোলডটকমকে আগেই দিয়ে রেখেছিলেন সাক্ষাৎকার। সেটাই প্রকাশিত হলো ঠিক সময়ে। মেসি আরো একটা বছর থাকার কথা বলে জানালেন, ‘আমি আসলে কোনো যুদ্ধে জড়াতে চাইনি। বার্সেলোনার বিপক্ষে আদালতে যেতে চাইনি কখনো। কারণ বার্সা এমন এক ক্লাব, যারা সব কিছু দিয়েছে আমাকে। আমি বার্সেলোনাকে ভালোবাসি।’ অনিচ্ছা নিয়ে থেকে যাওয়ায়, এই ভালোবাসাটা আগামী এক বছর কতটা থাকবে সেটাই দেখার।

এএন/০২