জগন্নাথপুরের হাওরে পোনামাছ অবমুক্ত

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২০
১০:৫৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
১০:৫৫ অপরাহ্ন



জগন্নাথপুরের হাওরে পোনামাছ অবমুক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যাগে রাজস্ব খাতের আওতায় ২০২০-২০২১ অর্থবছরের পোনা মাছ আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মইয়ার হাওরে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান ও পোনামাছ সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকাদার সুজিত রায়। 

‌জগন্নাথপুর উপজেলার মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ৪০৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ১ লাখ টাকা মূল্যের মাছের টেন্ডার আহ্বান করা হয়েছিল।

 

এএ/আরআর-০১