তাহিরপুরে ছাত্রদলের প্রাথমিক তথ্য সংগ্রহ ফরম বিতরণ

তাহিরপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২০
১১:১৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
১১:২৮ অপরাহ্ন



তাহিরপুরে ছাত্রদলের প্রাথমিক তথ্য সংগ্রহ ফরম বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা ছাত্রদলসহ ৩টি ইউনিটের নেতাকর্মীদের মাঝে প্রাথমিক তথ্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠানের শুরুতে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম নাসের উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সাব্বির আহমেদ কিবরিয়া ও ইকবাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তুজ্জামিল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইদুল কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম প্রমুখ। 

উপজেলা ছাত্রদল ব্যতীত অন্য দু'টি ইউনিট হলো- বাদাঘাট সরকারি কলেজ ও জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদল।

 

এএইচ/আরআর-০২