বাফুফে নির্বাচন স্থগিতের দাবি বাদল রায়ের

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৬, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন



বাফুফে নির্বাচন স্থগিতের দাবি বাদল রায়ের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ৩ অক্টোবরের নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন ও বাফুফে সভাপতির কাছে চিঠি পাঠিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায়।

শুক্রবার বাফুফেতে পাঠানো চিঠিতে তিনি বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সংক্রমণের হার ও মৃত্যু বাড়ছে। এ অবস্থায় নির্বাচনী কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা সঙ্গত বলে আমি মনে করি।’ এই সাবেক ফুটবলার আরও বলেন, ‘করোনা মহামারীতে কাউন্সিলরদের ঢাকায় আসা ও ভোট দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া করোনায় আক্রান্ত কমপক্ষে ২০ জন কাউন্সিলর কীভাবে বাসা বা হাসপাতাল থেকে মনোনয়নপত্র কিনবেন এবং জমা দেবেন। মাত্র চার দিনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া কি অসুস্থ কর্মকর্তা, নির্বাচন প্রার্থী ও কাউন্সিলরদের পক্ষে সম্ভব?’

নির্বাচন স্থগিত করার অনুরোধ করে বাদল রায় বলেন, ‘করোনার এমন পরিস্থিতিতে ফিফা ও এএফসি যখন বিশ্বকাপ বাছাইপর্বের খেলা স্থগিত করেছে, মানবিক কারণে ও যথাযথ পরিস্থিতি না থাকায় আমার এই আবেদন সদয় সুবিবেচনার অপেক্ষা রাখে।’

এদিকে বাফুফের নির্বাচনে সদস্য পদে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন,  ‘বাফুফের নির্বাচনে আমরা সদস্য প্রার্থী দেব। সে লক্ষ্যে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সভায় মিলিত হবেন কর্মকর্তারা। 

এএন/০৬