ইতালিকে রুখে দিল বসনিয়া, অস্ট্রিয়া, হল্যান্ডের জয়

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ০৬, ২০২০
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০১:১০ পূর্বাহ্ন



ইতালিকে রুখে দিল বসনিয়া, অস্ট্রিয়া, হল্যান্ডের জয়

উয়েফা ন্যাশন্স লিগে অস্ট্রিয়া-নরওয়ে ম্যাচের একটি মুহূর্ত। ছবি-টুইটার

জয় দিয়ে উয়েফা ন্যাশন্স লিগ শুরু করেছে হল্যান্ডস, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও আলবেনিয়া। তবে শক্তিশালী ইতালিকে ১-১ গোলে রুখে দিয়েছে বসনিয়া। চেক রিপাবলিক ৩-১ গোলে স্লোভাকিয়াকে, অস্ট্রিয়া ২-১ গোলে নরওয়েকে, আলবেনিয়া ২-০ গোলে বেলারুশকে হারিয়েছে। রোমানিয়া-নর্দান আইল্যান্ড ও ইসরাইল-স্কটল্যান্ড ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

গত রাতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে হল্যান্ডস। কোচ রোনাল্ড কোম্যান বার্সেলোনায় পাড়ি জমানোর পর ডাচদের এটাই ছিল প্রথম ম্যাচ।

ম্যাচের ৬১ মিনিটে স্টিভেন বার্গউইজন ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন। 

বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে বিশ্রামে রয়েছেন এখন স্ট্রাইকার রবার্ত লেভানডোস্কি। যে কারণে মাঠের লড়াইয়ে এ মেগাস্টারকে পায়নি পোল্যান্ড।

সোমবার আমস্টারডামে ইতালিকে স্বাগত জানাবে নেদারল্যান্ডস। আর পোল্যান্ড যাবে বসনিয়া সফরে।

এএন/০৭