টেকেরঘাট বধ্যভূমিতে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ

তাহিরপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৬, ২০২০
০৮:৩৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৮:৩৬ পূর্বাহ্ন



টেকেরঘাট বধ্যভূমিতে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সুনামগঞ্জের টেকেরঘাটে প্রস্তাবিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনকালে সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম রেজাউল করিম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খসরুল আলমসহ জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে শহীদ সিরাজ এর সমাধির দক্ষিন পাশে এই স্থাপনাটি নির্মাণ করা হবে, যার প্রস্তাব ইতোমধ্যে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

এএইচ/বিএ-০৪