ক্রোয়েশিয়াকে উড়য়ে দিল পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ডের কষ্টার্জিত জয়

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৭, ২০২০
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
১২:২১ পূর্বাহ্ন



ক্রোয়েশিয়াকে উড়য়ে দিল পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ডের কষ্টার্জিত জয়

নেশন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে। রোনালদোহীন দলটির সামনে দাঁড়াতেই পারেনি ক্রোয়েটরা। গত রাতে সুইডেনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অপর ম্যাচে জর্জিয়া ১-০ গোলে হারিয়েছে এস্টোনিয়াকে। লুক্সেমবার্গ ২-১ গোলে হারায় আজারবাইজানকে। একই ব্যবধানে আরমেনিয়াকে হারায় নর্থ ম্যাসোডেনিয়াকে। রোমানিয়া-নর্দান আয়ারল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

গ্রুপ পর্বের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। স্টার্লিং এর একমাত্র গোলে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ের দেখা পেয়েছে থ্রি লায়ন্সরা। গ্রুপের আরেক ম্যাচে, ডেনমার্কের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বেলজিয়াম। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে দ্য রেড ডেভিলস।

আইসল্যান্ডের জাতীয় ফুটবল স্টেডিয়ামে স্বাগতিকরা আতিথ্য দেয় ইংল্যান্ডকে। গেলো নভেম্বরের পর প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে দু'দল। শুরু থেকেই ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায় ইংল্যান্ড। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পেতে ব্যর্থ থ্রি লায়ন্স। 

৮৯ মিনিটে ডিবক্সের ভেতরে স্টার্লিং এর শট প্রতিপক্ষ ডিফেন্ডার ইনগাসনের হাতে লাগলে পেনাল্টি পায় ইংল্যান্ড। আর তা থেকেই স্কোর গড়ে অতিথিদের হয়ে লিড আনেন স্টার্লিং। শেষদিকে পেনাল্টি পেয়েছিলো আইসল্যান্ডও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ফলে জয় নিশ্চিত হয় গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।

এএন/০১