খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন
উয়েফা ন্যাশন লিগে আজ রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। একই সময় বাসেলে জার্মানির বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।
নেশন্স লিগের দ্বিতীয় আসরের শুরুটা তেমন একটা ভাল হয়নি জার্মানির। নিজেদের প্রথম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে হোঁচট খায় জার্মানরা। প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় জার্মানি। তাইতো সুইসদের বিপক্ষে কৌশলেও কিছুটা পরিবর্তন আনছেন জোয়াকিম লো। ছক এঁকেছেন ৩-৪-২-১ ফরমেশনের। দু'দলের ১১ বারের দেখায় জার্মানদের ৭ জয়ের বিপরীতে সুইসদের জয় ২টিতে।
নেশন্স লিগে ইউক্রেনকে হারিয়ে মিশন শুরু করে সুইজারল্যান্ড। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে সুইসরা। এ ম্যাচে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের কথা মাথায় রেখে, রক্ষণভাগকে গুরুত্ব দিয়েছে স্বাগতিক কোচ। ছক এঁকেছেন ৫-৪-১ ফরমেশনের। যদিও ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না জার্ডেন শাকিরি। জার্মানদের সমীহ করেই ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের।
এএন/০২