টিন-এজার সিলভাকে ৩৯৪ কোটি টাকায় দলে নিল ইংলিশ ক্লাব উলভস!

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৭, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন



টিন-এজার সিলভাকে ৩৯৪ কোটি টাকায় দলে নিল ইংলিশ ক্লাব উলভস!

পর্তুগীজ উদীয়মান ফুটবলার ফাবিও সিলভাকে ধরা হচ্ছে পরবর্তী ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও শনিবারের আগ পর্যন্ত সিলভার দেশের মানুষ ছাড়া তাঁকে কেউ চিনতেন বলে মনে হয় না। কিন্তু ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স যা করেছে, তাতে সবার দৃষ্টি খুঁজছে ফাবিও সিলভাকে। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে দলে ভিড়িয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। সাড়ে তিন কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৯৩ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকা) দিয়ে এর আগে কাউকে দলে নেয়নি উলভসরা। এই দলবদলের কারণে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি টিন-এজারদের তালিকায় সপ্তম স্থানে চলে এলেন এই সিলভা। অথচ পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে ২০১৯ সালের আগস্টে অভিষিক্ত এই তারকা লিগ ম্যাচ খেলেছেনই মাত্র এক ডজন!

তবে এর মধ্যেই পোর্তোর রেকর্ড বইয়ের অনেক পাতায় উঠে গেছে তাঁর নাম। পোর্তোর ইতিহাসে তাঁর থেকে কম বয়সে (১৭ বছর ২ মাস ৬ দিন) কোনো খেলোয়াড় ম্যাচ শুরু করেননি। পোর্তোর হয়ে লিগ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ তারকাও তিনি। পোর্তোর হয়ে সবচেয়ে কম বয়সে উয়েফা আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়ও এই সিলভা। পোর্তোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায়ও তাঁর নাম সবার ওপরে। ২০১৮-১৯ মৌসুমে পোর্তোকে উয়েফা যুব লিগ জেতাতে সাহায্য করেছেন এই তারকা। ওই মৌসুমে পোর্তোর যুবদলের হয়ে ২৬ ম্যাচে ২০ গোল করেছিলেন।

গত কয়েক বছর ধরেই পর্তুগিজ প্রতিভাদের দলে আনার ব্যাপারে বেশ উদ্যোগী ভূমিকা পালন করছে উলভস। দলে এর মধ্যেই আছেন দিওগো জোতা, রুবেন নেভেস, জোয়াও মুতিনহো, রুই পাত্রিসিও, ড্যানিয়েল পডেঞ্চে, রোদেরিক মিরান্দা, পেদ্রো নেতো, ব্রুনো জোর্দাও, রুবেন ভিনাগ্রে। কারণ একটাই, উলভারহ্যাম্পটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সুপার এজেন্ট হোর্হে মেন্দেস, যিনি রোনালদোরও দেখভাল করেন। এমনকি উলভসের কোচও পর্তুগিজ - নুনো এস্পিরিতো সান্তো।

একরাশ পরিচিত 'দেশি ভাই' দের মধ্যে সিলভা তাঁর প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন, 'নতুন রোনালদো' তকমার যথার্থতা প্রমাণ করতে পারবেন, এটাই আশা উলভসের হয়তো!

এএন/০১