খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২০
০৯:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০৯:৩৩ পূর্বাহ্ন
স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকো সেভিয়া ছেড়ে এখন পিএসজি। চার বছরের স্থায়ী চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, 'ক্লাব এই চুক্তির জন্য সার্জিওকে অভিনন্দন জানাচ্ছে। ভবিষ্যতে পিএসজিতে তার সাফল্যের প্রতি শুভকামনা রইল।'
২৭ বছর বয়সী রিকো গত সেপ্টেম্বরে এক মৌসুমের ধারে পিএসজিতে যোগ দিয়েছিলেন। সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে ১০টি ম্যাচ খেলেছেন। পিএসজিকে লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স ও কোপা ডি লা লিগ শিরোপা জয় ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে সহযোগিতা করেছেন তিনি।
স্পেনের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা রিকো সেভিয়ার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৭০টি ম্যাচ খেলেছেন। স্প্যানিশ ক্লাবটি ছাড়ার আগে জিতেছেন দুটি ইউরোপা লিগ শিরোপা।
এএন/০২