ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বর ০৭, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন
উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয়রোধ করেছিল স্পেন। গত রাতের ম্যাচেও সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে। বাসেলের সেন্ট জ্যাকব পার্কে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়। ইলকাই গিনদোয়ানের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন সিলভান উইডমার। প্রতিযোগিতার দুই আসর মিলে এই নিয়ে টানা ছয় ম্যাচ জয়শূন্য থাকলো দলটি।
ম্যাচ শুরুর ১৪ মিটিনের মাথায় ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গিনদোয়ানের গোলে এগিয়ে যায় জার্মানি। খেলার ধারার বিপরীতে ৫৭ মিনিটে পাল্টা আক্রমণে বাসেলের রাইট-ব্যাক উইডমার গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট ১।
লিগে টিকে থাকতে হলে আগামী ১০ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে জার্মানির হারাতে হবে ইউক্রেনকে। ওই ম্যাচে ড্র করলেই বিদায়। একই দিন স্পেন মোকাবেলা করবে সুইজারল্যান্ডকে।
এএন/০৪