ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বর ০৭, ২০২০
১১:১৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
১১:১৯ পূর্বাহ্ন
অধিনায়ক সার্জিও রামোসের জোড়া গোলে উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচে স্পেন সহজেই ৪-০ ব্যবধানে হারাল ইউক্রেনকে। লিগে সবচেয়ে কম বয়সী হিসেবে ((১৭ বছর ৩১১ দিন) ) গোলের রেকর্ড গড়েন আনসু ফাতি। অপর গোলটি করেন মরেনো।
উয়েফা নেশন্স লিগের এ আসরে এটি তাদের প্রথম জয়। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করেছিল রমোসরা। গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছে জার্মানি।
এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট ১।
লিগে টিকে থাকতে হলে আগামী ১০ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে জার্মানির হারাতে হবে ইউক্রেনকে। ওই ম্যাচে ড্র করলেই বিদায়। একই দিন স্পেন মোকাবেলা করবে সুইজারল্যান্ডকে।
এএন/০৫