তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৮, ২০২০
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০১:১২ পূর্বাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা পেয়েছে তাহিরপুরের ২৫০টি পরিবার।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট (উত্তর) ইউনিয়নের সোহালা, কোনাঠছড়া, নুরপুর, লামাপাড়া, দিঘীরপাড়, ইছবপুর, পাতারগাঁও এবং বড়দল ইউনিয়নের পাঠাবুকা ও সোলেমানপুর গ্রামে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি সাড়ে ৭ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজ করে চিনি, ডাল, লবণ ও ৫০০ গ্রাম সুজি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার আজীবন সদস্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. সেরুজ্জামান, যুব প্রধান মাসুম আহমেদ, সহ-যুব প্রধান সোয়েব আবেদীন, সদস্য সুমন, আব্দুস সালাম, সিজান আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভোরের কাগজ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্ ও সিলেট মিররের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসান-মানিক।
এএইচ/আরআর-০৬