জগন্নাথপুরে 'বিয়ের প্রলোভনে ধর্ষণ', যুবক গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৮, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন



জগন্নাথপুরে 'বিয়ের প্রলোভনে ধর্ষণ', যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উত্তর ধাওরাই গ্রামের উমর আলীর ছেলে শামীম আহমদ (২৬) পাটকুড়া গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেন। গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে তরুণীর বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে জরুরি কথা আছে বলে তাকে আবারও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান শামীম। এ সময় তরুণী চিৎকার দিলে আশপাশের লোকজন এসে শামীমকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আলী জানান, প্রাথমিকভাবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শামীম আহমদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় তরুণী নিজে বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

 

এএ/আরআর-০৯