স্পেনের ৯৫ বছরের রেকর্ড ভাঙলেন ফাতি

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন



স্পেনের ৯৫ বছরের রেকর্ড ভাঙলেন ফাতি

ছোট্ট ক্যারিয়ারের স্বপ্নময় পথচলায় এবারএক বড় কীর্তি গড়লেন আনসু ফাতি। বার্সেলোনার এই ফরোয়ার্ড স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন। এসময় তার বয়স ১৭ বছর ৩১১ দিন। 

রবিবার রাতে মাদ্রিদে অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে স্পেনের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচের তৃতীয় গোলটি করে ইতিহাসে জায়গা করে নেন ফাতি। সবচেয়ে কম বয়সে গোল করে তিনি ৯৫ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। এতদিন রেকর্ডটা ছিল হুয়ান এরাজকিনের। তিনি ১৯২৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ দিন বয়সে গোল করেছিলেন।

আগের ম্যাচে জার্মানির বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল ফাতির। তবে তিনি নেমেছিলেন বদলি হিসেবে। ইউক্রেনের বিপক্ষে প্রথম একাদশে জায়গা পেয়ে আরও এক কীর্তি গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সী হিসেবে নেশন্স লিগে শুরুর একাদশে খেলতে নামার রেকর্ডও এখন ফাতির দখলে। এরপর ম্যাচের ৩২তম মিনিটে গোল করে হয়ে গেছেন প্রতিযোগিতাটির সবচেয়ে কম বয়সী গোলদাতা।

এএন/০৭