বাফুফে নির্বাচনে সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানালেন মানিক

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৩:৩২ পূর্বাহ্ন



বাফুফে নির্বাচনে সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানালেন মানিক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে টানা চারবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন সাবেক ফুটবলার কোচ শফিকুল ইসলাম মানিক।

এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছিলেন কাজী সালাউদ্দিন। কিন্তু ৩ অক্টোবরের নির্বাচনে তাকে শক্ত চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত একজন। হঠাৎ করেই যার দৃশ্যপটে আগমন। মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে আজ সোমবার দেখা মিলল চমকের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে নাটকীয়তা দেখিয়ে হাজির সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক।

সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তিনি। তিনি মনোনয়নপত্র তোলার আগ পর্যন্ত সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে কোনো প্রার্থী ছিল না। এর অর্থ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার চেয়ারে বসতে যাওয়া হচ্ছে না সালাউদ্দিনের।

সোমবার দুপুরে হঠাৎ করেই বাফুফে ভবনে দেখা মেলে শফিকুল ইসলাম মানিকের। সবাইকে চমকে দিয়ে সভাপতি পদের জন্য ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনেছেন তিনি। যদিও তিনি কোন প্যানেল নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সেই তথ্য এখনো জানা যায়নি।

এর আগে খবর ছিল-বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই সভাপতি পদে নির্বাচন করা থেকে সরে যান তিনি। এরপরই টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে যান সালাউদ্দিন। লড়েই এবার সভাপতি হতে হবে তাকে। শুধু মানিক নন, সভাপতি পদে বাদল রায়ও মনোনয়ন পত্র কিনেছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। সহ-সভাপতি সালাম মুর্শেদীর সঙ্গে লড়বেন তিনি। আগামী ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এএন/০৯