নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৮, ২০২০
০২:১১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০২:১২ পূর্বাহ্ন



নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি সিএনজিকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) নবীগঞ্জ পৌরসভার শেরপুর রোডে এই অভিযান চালানো হয়। এছাড়া হবিগঞ্জ রোডের বিভিন্ন পয়েন্টে ও সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত ভাড়ায় ফিরে না গিয়ে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। এজন্য তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ। সরকারের নির্দেশনা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আগামীকাল মঙ্গলবার থেকে প্রয়োজনে যানবাহন আটক করা হতে পারে বলে জানা গেছে।

এএইচএম/আরসি