গণপরিষদের সাবেক সদস্য এমদাদুল বারী আর নেই

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:২৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:২৮ পূর্বাহ্ন



গণপরিষদের সাবেক সদস্য এমদাদুল বারী আর নেই

গণপরিষদের সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক জেলা প্রশাসক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী মারা গেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিষয়টি নিশ্চিত করেন তার জ্যেষ্ঠ সন্তান সৈয়দ এখতেশামুল বারী (তানজিল)।

সৈয়দ এমদাদুল বারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে বিজলা ক্যাম্পের সভাপতি। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রবীণ এ আওয়ামী লীগ নেতার প্রয়াণের খবরে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মঙ্গলবার সকাল ১০টায় পিটি আই স্কুল মাঠে প্রথম জানাজা, বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মনবাড়িয়া জেলা আইনজীবি সমিতি প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ী আখাউড়া উপজেলার রানীখার গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।

বিএ-০৯