খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২০
০৯:৩৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০৯:৩৯ অপরাহ্ন
ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছেন নারী এককের সাবেক চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তবে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির বিপক্ষে হেরে ইউএস ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন আঞ্জেলিক কেরবার।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে রোববার এস্তোনিয়ার আনেত কনতাভেইতকে ৬-৩, ৬-৪ গেমে হারান ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ওসাকা। ২২ বছর বয়সী জাপানের এই চতুর্থ বাছাই শেষ আটে লড়বেন যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সের বিপক্ষে। চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন ২৭ বছর বয়সী শেলবি।
তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী কেরবারকে ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেন ২৮তম বাছাই ব্র্যাডি।
এদিকে, সেরেনা উইলিয়াম ১৫তম বাছাই গ্রিক প্রতিপক্ষ মারিয়া সাক্কারির বিপক্ষে জিতে শেষ আটে খেলা নিশ্চিত করেছেন। গত সপ্তাহে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে সাক্কারি হারান সেরেনা উইলিয়ামসকে। ম্যাচ জিতে মধুর প্রতিশোধ নিলেন সেরেনা।
এএন/০১