খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২০
০৯:৫৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৯:৫৭ পূর্বাহ্ন
মান-অভিমান ভুলে অবশেষে বার্সেলোনার অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি। দলের সঙ্গে ১০ দিনের টানাপোড়েন, সম্পর্কের অবনতি এবং সবশেষে অনিচ্ছাসত্ত্বেও র্বাসায় থেকে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর সোমবার দলের সঙ্গে অনুশীলন করেন মেসি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয় মেসির। ফল নেগেটিভ আসার সাপেক্ষে পরদিন স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ক্লাবের জুয়ান গাম্পের ট্রেনিং গ্রাউন্ডে আসার কথা ছিল তার। তবে মুন্দো দেপোর্তিভো তাদের প্রতিবেদনে জানায়, বিকেল ৩টা ৫৭ মিনিটে ক্লাব ফ্যাসিলিটিজে চলে আসেন মেসি। ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় দলের সঙ্গে ছিলেন না মেসি।
বার্সেলোনা-মেসি টানাপোড়েনের শুরু গত ২৫ অগাস্ট। ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা কার্যকর করে কাম্প নউ ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে ক্লাবের দাবি ছিল, ওই ধারা কার্যকর করার মেয়াদ গত ১০ জুনে শেষ হয়ে গেছে। ফলে চুক্তি অনুযায়ী হয় তাকে থাকতে হবে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত, নয়তো পরিশোধ করতে হবে রিলিজ ক্লজের পুরো ৭০ কোটি ইউরো। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় অচলাবস্থর মধ্যে গত শুক্রবার মেসি থেকে যাওয়ার সিদ্ধান্ত জানান।
এএন/০২