মাস্ক ব্যবহার না করায় জগন্নাথপুরে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৯, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন



মাস্ক ব্যবহার না করায় জগন্নাথপুরে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এই জরিমানা করেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহরের পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক ছাড়া বাইরে অবাধে চলাফেরা করায় চার ব্যক্তিকে ১ হাজার ৩শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া  ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দিয়ে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

এএ/আরআর-০৯