পাথর কোয়ারি সচলের দাবি

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৯, ২০২০
০৮:৫৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০৯:১২ পূর্বাহ্ন



পাথর কোয়ারি সচলের দাবি

সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বৃহত্তর পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সিলেট নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম আহ্বান দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, ‘সিলেটের পাথর কোয়ারিগুলো লাখো শ্রমিকের জীবিকার কেন্দ্রস্থল। সেইসঙ্গে অনেক ব্যবসায়ীর আয়ের একমাত্র মাধ্যম পাথর ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় শ্রমিক-ব্যবসায়ী উভয়ের আয়ের মাধ্যম বন্ধ হয়ে গেছে।’

লিখিত বক্তব্যে অভিযোগ  করে বলা হয়, ‘কতিপয় পাথর খেকো চক্র নিষিদ্ধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছে। সেইসঙ্গে অপরিকল্পিতভাবে যন্ত্রযান দিয়ে পাথর উত্তোলন করে কোয়ারিতে অচলাবস্থার সৃষ্টি করেছে। অথচ শক্তিশালী মনিটরিংয়ের মাধ্যমে পাথর খেকো চক্রের ধ্বংসযজ্ঞ প্রতিহত করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করে শ্রমিক ও ব্যবসায়ীরা জীবিকা চালিয়ে যেতে পারতেন।’ এতে আরও বলা হয়, ‘সিলেটের পাথর কোয়ারিগুলোতে বিপুল পরিমাণ পাথর মজুদ রয়েছে। এসব পাথর উত্তোলন করে নির্মাণশিল্পে ব্যবহার করা হলে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রার অপচয় হ্রাস পেত।’  

সংগঠনের মুখপাত্র নূরুল আমিন ও শাব্বির আহমদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ উদ্দিন লিপু, রফিকুল হক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ সভাপতি গোলাম হাদী ছয়ফুল। উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, পাথর ব্যবসায়ী রফিকুল ইসলাম, আজির মিয়া, পাথর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, সুহেল মিয়া প্রমুখ।

বিএ-০৩