‘জঙ্গিবাদ পরিবার সমাজও রাষ্ট্রের জন্য হুমকি’

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৯, ২০২০
০৯:০৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০৯:১২ পূর্বাহ্ন



‘জঙ্গিবাদ পরিবার সমাজও রাষ্ট্রের জন্য হুমকি’

সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবাদ প্রতিরোধে ‘আস্ক ইউর লোকাল পুলিশ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর এলাকায় যৌথভাবে এই কর্মশালা আয়োজন বেসরকারি সংস্থা আইডিয়া ও এশিয়া ফাউন্ডেশন।

সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, ‘জঙ্গিবাদ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্ম হুমকি। জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এ সম্পর্কিত কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে হবে। পুলিশের জনগণের বন্ধু। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে। জরুরি প্রয়োজনে পুলিশের স্মরণাপন্ন হতে হবে। প্রয়োজনে জরুরি জাতীয় সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।’  

দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও আইডিয়ার প্রধান প্রকল্প সমন্বয়ক সুদীপ্ত চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন, কামাল বাজার ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক সাইদুর রহমান, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. হামিদুল হক, আইডিয়ার প্রশিক্ষণ ও কর্মসূচি কর্মকর্তা পিয়া শ্যাম দুর্বা, পিসি প্রকল্পের উপজেলা সমন্বয়ক উজ্জল দেব।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক খালেদ আহমদ, বরইকান্দি ইউপি সদস্য এহসানুল হক সানু, মো. জাবেদ আহমদ, আইনজীবী শাহিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন, পুলিশ সদস্য গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন রাসেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সারোয়ার আলম মিথুন, যুবলীগ নেতা নুরুল ইসলাম, শিপলু আহমদ, লিটন আহমদ, ফারহান আহমদ, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন ইমন প্রমুখ। 

বিএ-০৫