খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৯, ২০২০
০৭:২১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০৭:২১ অপরাহ্ন
রাশিয়া বিশ্বকাপের ফাইনালের পুনঃমঞ্চায়নের ম্যাচেও জিতল ট্যাম্পিয়ন ফ্রান্স। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্স ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে।
স্টাডে ডি ফ্রান্সে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে টানা দুই জয় পেল ফরাসিরা। সুইডেনকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল দিদিয়ের দেশমের দল।
নেশন্স লিগে এ নিয়ে টানা দুই ম্যাচে বিধ্বস্ত হলো ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে শিরোপাধারী পর্তুগালের মাঠে ৪-১ গোলে হেরেছিল তারা।
ফ্রোন্সের পক্ষে গোল করেন গ্রিজমান (৪৩ মি.), ডমিনিক লিভাকোভিচ আত্মঘাতি (৪৫.), দাইয়ু উপামিকানো (৬৫ মি.) অলিভার জিরুড (৭৭)।
ক্রোয়েশিয়ার গোল দুটি করেন দেইয়ান লোভরেন (১৬ মি.) ও ইয়োসিপ ব্রেকালো (৫৫ মি.)।
দিনের অন্য ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে সুইডেনকে ২-০ গোলে হারানো পর্তুগাল ও ফ্রান্সের পয়েন্ট ৬ করে। গোল পার্থক্যে গ্রুপে শীর্ষে পর্তুগিজরা। সুইডেন ও ক্রোয়েশিয়া এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।
এএন/০১